প্রিন্স তো আমার লেভেলের না: শুভ্র দেব



কিছুদিন আগেই ‘একুশে পদক-২০২৪’-এর জন্য মনোনীতদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সংগীতে একুশে পদক পেয়েছেন এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও শুভ্র দেব।  শুভ্র দেব এই পুরস্কার পাওয়ায় আপত্তি তুলেছেন দেশের জনপ্রিয় সংগীতজ্ঞ প্রিন্স মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে শুভ্র দেবকে অনুরোধ জানিয়েছিলেন যে তিনি যেন একুশে পদক না নেন।

প্রিন্স মাহমুদ ওই পোস্টে আলাউদ্দিন আলীকে সবার আগে একুশে পদক দেওয়ার দাবি তুলেছিলেন। এবার এ বিষয়ে মুখ খুললেন শুভ্র দেব। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এসব নিয়ে তিনি।

শুভ্রদেব বলেন, ‘সংগীত হল গুরুমুখী বিদ্যা।

এটা নিয়ে বড়াই করার কিছু নেই। কিন্তু আমি ইন্ডাস্ট্রিতে যা দিয়েছি এমনটা খুব কম শিল্পীর কন্ট্রিবিউশন আছে। শুধু গান গাইলেই হয় না। আমি যদি বলি, বাংলাদেশের কোন সংগীতশিল্পী আন্তর্জাতিকভাবে ব্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে কোন শিল্পী থিম সং করেছে তাহলে আপনি কিন্তু কারো নাম বলতে পারবেন না।

দেশের প্রথম শিল্পী হিসেবে বলিউডের মিউজিক অ্যাওয়ার্ডে আমন্ত্রণ পেয়েছি। এগুলো হয়েছে ১০-১৫ বছর আগে। এছাড়া মাত্র ১২ বছর বছর বয়সে আমি জাতীয় পুরস্কার পেয়েছি। মাদার তেরেসাসহ আরও অনেক পুরস্কার পেয়েছি। এজন্য যারা আমার কাজ সম্পর্কে জানে, তারা বেশিরভাগই বলেছেন, এই পদক অনেক আগে পাওয়া উচিত ছিল।

শুভ্রদেব আরও বলেন, ‘আমাকে যারা চেনে তারা অনেকেই বলেছে দেরিতে হলেও আপনি একুশে পদক পেয়েছেন। আমি ইন্ডাস্ট্রিতে যা দিয়েছি, খুব শিল্পীর কন্ট্রিবিউশন থাকে। শুধু গান গেলেই হয় না। আর যারা সমালোচনা করছেন তারা তো আমার র‍্যাঙ্কের না। এদের মধ্যে অনেকেই আছে যারা আমার পল্লবীর বাসায় এসে বসে থাকতো। অনেকেই আমাকে শুভেচ্ছা জানিয়েছে। অনেকের প্রতি আমার করুণা হয়, তারা হতাশাগ্রস্থ।’

তিনি বলেন, ‘অনেক তথ্যই অনেকে জানে না। আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম সাউথ ইস্ট এশিয়ায় ১৯৯৪ সালে। আমি ও বলিউডের আমির খান।’

প্রিন্স মাহমুদের ওই পোস্ট প্রসঙ্গে প্রশ্ন করা হলে শুভ্র দেব বলেন, ‘প্রিন্স মাহমুদ ক্যারিয়ারের দিক থেকে আমার অনেক জুনিয়র। ও আমার পল্লবীর বাসায় থাকতো আমাকে দিয়ে গান গাওয়ানোর জন্য। ও একটা মিশ্র অ্যালবামে গান করার জন্য অনেকদিন গিয়ে বসে ছিল। আমি মিশ্র অ্যালবামে গান করবো না কারণ তখন সলো অ্যালবামে আমি সর্বোচ্চ পেইড ছিলাম। তারপরেও আমার খারাপ লাগলো, অনেক তরুণ একটা ছেলে। আমি তাঁর জন্য করি।’

তিনি বলেন, ‘প্রিন্স তো আমাদের লেভেলের না। সত্যি কথা বলতে কি আমি তাদেরই গণনা করবো যার মিউজিক ওয়ার্ল্ডে অনেক বড় অংশগ্রহণ রয়েছে। এমটিভি থেকে যখন শুট হয়, বাংলাদেশ থেকে আমাকে দিলো আর মাইলসকে দিলো। আমার কারো প্রতি কোনো খারাপ অনুভূতি নেই। কেউ কেউ ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করে। আমি কখনো এগুলো ধরতে হবে এসব নিয়ে ভাবি না। ’

LihatTutupKomentar