কর্মক্ষেত্রে সফলতা পেতে মেনে চলতে পারেন এই উপায়গুলো



কর্মক্ষেত্রে সফলতা পেতে শুধরে নিন নিজের ভুল - ত্রুটি ।


হঠাৎ রেগে উঠা, নিজের সাথে ছলনা , অপরের সমালোচনায় তৎপরতা

ইত্যাদি অনেক রকম বাজে অভ্যাস অফিসে আপনার জন্য বিপর্যয় ডেকে আনতে পারে । এই ত্রুটিগুলো থেকে কাটিয়ে উঠুন ।

১. নিজের ভাবনা - চিন্তা , বিশ্বাস , চাহিদার কথা তুলে ধরতে হবে সরাসরি , সততার সাথে এবং সঠিক পদ্ধতিতে । যাতে অন্যের অধিকার কোন মতেই খর্ব না হয় ।শুধু দাবী করলে , জোর ফলালে বা যুক্তি দেখালে কাজ হবে না । সুতরাং নিজেকে কীভাবে প্রকাশ করা হচ্ছে , সে সম্পর্কে সচেতন হোন । অধিকার আদায়ের জন্য উঠে পড়ে লাগবেন না । অফিসে নিজেকে প্রমান করুন কাজের মধ্য দিয়ে ।


২. নিজের সম্পর্কে সবারই নির্দিস্ট একটি ধারনা রয়েছে । এর তিনটি দিক রয়েছে , বিশ্বাস ,মনোভাব ও ব্যবহার । নিজের সম্পর্কে বিশ্বাস বলতে কিছু কিছু বিষয়কে বোঝায় , যেমন - আমি বুদ্ধিমান, আমি কাজে মনোযোগী , ইত্যাদি । মনোভাবের মধ্যে পড়ছে - আমি ঠিক কাজই করছি ,বা আমার কাজ সব সময় ঠিক হয় না ।ব্যবহার বলতে বোঝাচ্ছে নিজেকে কমিয়ে বা বাড়িয়ে বলা । নিজেকে সঠিক ভাবে চেনার চেস্টা করুন এবং সেই মতে অফিসে নিজেকে প্রকাশ করুন ।


৩. অনেক সময় আমরা বুঝতে পারি না , আমাদের ব্যক্তিত্ব কতটা বা আমরা কি হতে চাই । আগে জেনে নিন আপনি কি চান । তাহলে অফিসে অন্যের সাথে আপনার ব্যবহার কি রুপ হবে তা নিজেই বুঝতে পারবেন ।


৪. অফিসে সহকর্মী বা জুনিয়রদের কাছ হতে নানা ধরনের অযৌক্তিক অনুরোধ আসে এগুলো প্রত্যাহার করতে শিখুন ।


না বলতে ইচ্ছা করলেও আমরা অনেক সময় হ্যা বলি ।তার বদলে ভদ্রভাবে , কিন্তু জোরের সাথে ,একটু দু: খ প্রকাশ করে না বলুন ।


৫. সত্যিই যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে কোনরকম আবেগ বা অপরাধবোধ না রেখে তা স্বীকার করে নিন ।


৬. অফিসে অযথা হামবড়া ভাব দেখাবেন না ।


৭. নিজের মনোভাব প্রকাশ করতে ভয় পেলে চলবেনা , সময়ের সদ্ব্যবহার করার জন্য এটি জরুরি ।


৮. আপনার অন্য সহকর্মীটি কপট স্বভাবের নয় - এ ব্যাপারে নিশ্চিত হয়ে নিজেকে পুরোপুরি প্রকাশ করবেন ।


৯. অফিসে যা যা শিখে নেয়া জরুরি সেসব একটু কস্ট করে শিখে নিন ।


১০. ভুল করলে তা থেকে শিক্ষা নিতে কুন্ঠিত হবেন না ।


১১. নিয়োগকর্তার চাহিদা যাতে পুরন করতে পারেন , সেই ভাবে সব কিছু বুঝে নিন ।


১২. কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হলে ছলনার আশ্রয় নিলে হবে না , নিজেকে দক্ষ করে তুলে নিতে হবে এবং সেই কাজের যোগ্য করে তুলতে হবে নিজেকে ।


১৩. বার বার কেউ একি অনুরোধ করতে থাকলে দৃঢ়তার সাথে তাকে না বলুন ।


১৪. আত্মবিশ্বাসি ও আত্মসচেতন হয়ে উঠুন ।হাসি খুশি ও সজীব হয়ে উঠুন ।


১৫. অফিস ছুটির দশ মিনিট আগে নিজের টেবিলে চুপচাপ বসে ভাবুন সহযোগীদের সাথে কোন জরুরি কাজ বাকি রেখে চলে যাচ্ছেন কিনা ।


১৬. অফিস ত্যাগ করার আগে পরের দিন সকালে আপনার জরুরি কোন কাজ থাকলে তার জন্য পরিকল্পনা করে ফেলুন ।

১৭. আপনার পরিবারের জন্য বা ব্যক্তিগত কাজের জন্য সময় নির্ধারন করে নেবেন ।


১৮. সব ধরনের মানসিক দ্বন্দ্ব কাটিয়ে উঠার চেস্টা করুন । মানসিক দ্বন্দ্ব একটি মারাত্মক ত্রুটি ।এর ফলে আপনার আত্মবিশ্বাস ও আত্মমর্যদা ক্ষুন্ন হতে পারে ।


১৯. আপনার ভুল - ত্রুটি গুলিকে চিহ্নিত করুন । এগুলি সম্পর্কে সচেতন হয়ে উঠুন ।

How to get success in workplace. How To Get a successful man. 

LihatTutupKomentar