আপনি হাসিনা বিরোধী হইলে, আপনার কাছে দুইটা অপশন আছে: পিনাকী ভট্টাচার্য

 


বাংলাদেশের রাজনীতি বর্তমানে বেশ উষ্ণ হয়ে উঠেছে আগামি ৭ জানুয়ারির নির=বাচনকে ঘিরে। এদিকে নির্বাচন নিয়ে বাইরের কিছু দেশের চাপ ও অব্যাহত রয়েছে। তবে সবচেয়ে বেশি তৎপর রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি ইতিমধ্যে বাংলাদেশের ওপর স্যাংশানও দিয়েছে। তবে সবকিছু উপেক্ষা করে নির্বাচন অনুষ্ঠিত হবে দলীয় সরকারের অধীনে এমন একটি আবহ এখন বিরাজ করছে। এবার এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোষ্ট দিয়েছেন সমালোচক পিনাকী ভট্টাচার্য। তার পোস্টটি হুবুহু তুলে ধরা হল- 


আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট:

"ইলেকশনের পরে আমেরিকা স্যাংশন দিয়া করবে কী? ইলেকশন তো হইয়াই যাবে।"

আমার উত্তর:

হ ভাই আপনি ঠিকই কইছেন। এইবার একটু ত্যালে আমেরিকার লগে নেগোশিয়েশনটা আপনিই কইর‍্যা দ্যান। 

আপনি হাসিনা বিরোধী হইলে, আপনার কাছে দুইটা অপশন আছে। 

১/ যদি রাজনৈতিক কর্মী হন। জান লড়ায়ে লড়াই করেন যতোটুকু পারেন। দলগুলা তো কর্মসূচি দিতেছে। আপনি অংশ নেন।

২/ মাঠের কর্মীদের উদ্বুদ্ধ করেন। আওয়ামী লীগের বয়ান ভাঙ্গেন।

এর দুইটার কোনটাই যদি না পারেন তারপরেও যদি হাসিনার পতন চান। তাইলে ঘুমান টেনশন নিতেছেন ক্যান। আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট কইর‍্যা তো হাসিনারে ফেলায়ে দিতে পারবেন না।

LihatTutupKomentar