আদালতের এজলাস কক্ষে ধরিয়ে দিল আগুন



খুলনার পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।


বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কাঠগড়া ও আইনজীবীদের বসার স্থান পুড়ে যায়।


পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ভোরে মুসল্লিরা মসজিদে যাওয়ার সময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগুন দেখতে পান। এ সময় আদালতে অবস্থানরতদের খবর দিলে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। এজলাস কক্ষে আসামিদের কাঠগড়া ও আইনজীবীদের বসার সোফা আগুনে পুড়ে যায়।


খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, এজলাসে বাইর থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। নাশকতার উদ্দেশ্যে স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত করতে এটা করা হয়েছে।

LihatTutupKomentar